মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
পার্কভিউ হাসপাতালে রুফটপ রেস্টুরেন্ট
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ১:২৯ PM
চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন কাতাল গঞ্জ এলাকায় পার্কভিউ হাসপাতালের রুফ টপে প্রতিষ্ঠা করা হয়েছে সুবিশাল "পার্কভিউ রেস্টুরেন্ট"। হাসপাতালটির ২য় তলায়ও রয়েছে একটি ফুড কোর্ট। এছাড়া গাড়ী পার্কিং এর জন্য হাসপাতালটির দুটি বেইস মেন্ট রাখা হলেও শুধুমাত্র একটি বেইজমেন্ট ফ্লোরের আংশিক ব্যবহৃত হচ্ছে পার্কিং হিসেবে৷ পার্কিং এরিয়ায় বিপুল পরিমান অক্সিজেন সিলিন্ডার রাখা হয়েছে যার পাশেই হাসপাতালের মেন্টেইনেন্স বিভাগের বিভিন্ন মালামাল স্তুপ করে রাখা৷ তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবী করছে তাদের সবই অনুমোদিত৷ তবে একই অভিযোগে রাজধানীর ল্যাব এইড হসপিটাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি এসব রেস্টুরেন্ট বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন ও ফায়ার সার্ভিস৷ 

অভিযোগ আছে ভবনটি দুটি বেইস মেন্ট সহ ১২ তলার অনুমোদন প্রাপ্ত৷ পার্কভিউ রেস্টুরেন্টের ফ্লোরটি সম্পূর্ণ নকশা বহির্ভূত ভাবে নির্মান করা হয়েছে৷  শুক্রবার (৮ মার্চ) সরেজমিন পার্কভিউ হাসপাতাল ঘুরে দেখা মিলেছে বিভিন্ন অসংগতি৷ ভবনটির লিফটের ১২ তে গিয়ে পাওয়া গেছে সুবিশাল রেস্তোরা। চাইনিজ সহ নানান খাবার সেখানে পরিবেশন করা হচ্ছে। পার্কভিউ রেস্তোরাটির পেছনেই রয়েছে বড় একটি রান্নাঘর৷ তবে লক্ষ্য করে দেখা গেছে এই ফ্লোরের পেছনের অংশ নীল রংয়ের টিন দিয়ে নির্মিত৷ অর্থাৎ ১৩ তলাটি মূলত সাড়ে ১২ তলা৷ নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একটি সূত্র জানিয়েছে ১২ তলার ছাদেই রেস্তোরাটি করা হয়েছে। যেহেতু এই অংশের অনুমোদন নেই তাই পুরো ছাদে নির্মান না করে অর্ধেক ছাদ ব্যবহার করছে৷ ১৪ তলায় গিয়ে সেখানে পানির ট্যাংকের পাশাপাশি বিশালাকার অক্সিজেন প্লান্ট দেখা গেছে৷ ভবনটিতে কাগজে কলমে পার্কিং এর জন্য দুটি ফ্লোর দেখানো হলেও শুধুমাত্র বেইজমেন্ট ২ এর আংশিক পার্কিং হিসেবে ব্যবহৃত হচ্ছে৷ সেখানে দুটি জেনারেটার স্থাপন করা হয়েছে৷ একটি জেনারেটরের পাশে ১৫ টি নীল রঙের বড় বড় ড্রাম রাখা যাছে যেগুলোতে জেনারেটরের জ্বালানি রাখা আছে৷ 

ভবনটির ১ম বেইজমেন্টে ঢুকতেই দেখা মিলেছে বিপুল পরিমান অক্সিজেন সিলিন্ডার৷ একেবারে উম্মুক্ত করে রাখা এসব অক্সিজেন সিলিন্ডারের পাশেই হাসপাতালের বিভিন্ন পরিত্যাক্ত মালামাল ও হাসপাতালের বেভের ফোম স্তুপ করে রাখা। এসব স্তুপ করা মালামাল অক্সিজেনের মতন দাহ্য পদার্থের পাশাপাশু জ্বলানি সহায়ক হিসেবে বিপদ বাড়িয়ে দেবে বলে আশংকা করছে অগ্নি নির্বাপক সংশ্লিষ্টরা৷ যদিও হাসপাতালটি বিভিন্ন সময় ফায়ার ড্রিল পরিচালনা করে তবে সরেজমিন পরিদর্শনের সময় হাসপাতালের কথিত জরুরী বহির্গমন পথটি তালা দিয়ে বন্ধ পাওয়া গেছে৷ 

হাসপাতালটির জিএম তালুকদার জিয়াউর রহমান শরীফ এসব অভিযোগ নাকচ করে দিয়ে দাবী করেছেন, সিডিএ যতটুকু অনুমোদন দিয়েছে আমরা ততটুকুই নির্মান করেছি। ১ম বেইজমেন্টে অক্সিজেন সিলিন্ডার গুলো হাসপাতালেরই নকশায় সেভাবেই রাখা আছে৷ আর অক্সিজেন সিলিন্ডারের পাশে মালামাল গুলো হাসপাতালের ম্যানটেইনেন্স বিভাগ মেরামতের জন্য রেখেছেন বলে দাবী করেন তিনি৷ হাসপাতালের ২য় তলায় ফুডকোর্টটি রোগীদের ভরাপেটে কোন পরীক্ষার জন্য দরকারী বলে রাখা হয়েছে বলে জানান তিনি৷ ভবনের পেছনের দিকে একটি জরুরী ফায়ার এক্সিট আছে বলে দাবী করে তিনি বলেন, সেখানে আমাদের সিকিউরিটি গার্ড সার্বক্ষনিক ডিউটিতে থাকে যাতে কোন দূর্ঘটনা হলে সেই পথটি খুলে দেয়৷ তবে প্রতিবেদকের পরিদর্শনের সময় সেই পথটি তালা দেয়া ছিল এবং কোন সিকিউরিটি গার্ড ছিলটা বলে জানালে প্রতিষ্ঠানের জিএম তালুকদার জিয়াউর রহমান শরীফ বলেন, চাবি আমাদের ল্যাবে রাখা আছে। আরেকটা চাবি সিকিউরিটি ইনচার্জের কাছে আছে৷ কোন দূর্ঘটনা হলে তখন তারা তালা খুলে দেবে৷ 

ভবনটি কততলা এই বিষয়ে জানতে চাইলে তাৎক্ষনিক কোন জবাব দিতে পারেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সিডিএ'র অথরাইজ অফিসার-১ এ. জি. এম. সেলিম বাংলাদেশ বুলেটিনকে বলেন, আমরা দ্রুত এই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিব৷ কোন প্রকার অনিয়ম পাওয়া গেছে কাউকেই ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত