মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
কেন্দুয়ায় ১৭ মার্চ, ২৫ মার্চ ও ২৬ মার্চ পালনে প্রস্তুতিমূলক সভা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ২:১২ PM আপডেট: ১১.০৩.২০২৪ ৩:৪০ PM
নেত্রকোনার কেন্দুয়ায় ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন- ২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১১ মার্চ) সকালে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম। 

প্রস্তুতিসভার শুরুতে নবাগত কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা পরিষদসহ উপজেলা প্রশাসন। 

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, কেন্দুয়া থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.এনামুল হক (পিপিএম) বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম জিলানী,মো.বজলুর রহমান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.আজিজুল ইসলাম,মো.এনামুল কবীর খান,মো.জাকির আলম ভূঞা, কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান বাঙ্গালী, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাকী, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সুধী সমাজ উপস্থিত ছিলেন। 

সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) শাহ আলম মিয়া উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আসন্ন রমজান মাসের চিন্তা নিয়ে বিগত ১৭ মার্চ, ২৫ মার্চ ও ২৬ মার্চের গৃহীত কর্মসূচিই বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।   

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত