মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ২:০৭ PM
নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় চালক রাব্বি (২৫), ইমরান হোসেন (২২) ও হোসনেয়ারা (৩৫) নামের তিনজন নিহত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে।

আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরণ করেছে এলাকাবাসী। নিহত তিনজনের বাড়ি উপজেলার বনকুড়ইল গ্রামে। (১১ মার্চ) সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে সিংড়ার সুকাশ ইউনিয়নের দূর্গাপুর বাজারে ট্রাক ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে। 

নিহত রাব্বি এবং ইমরান সহোদর ভাই। তারা বন কুড়ুইল গ্রামের মমিন আলীর ছেলে। অপরদিকে নিহত হোসনেয়ারা একই গ্রামের আব্দুস সাত্তার এর স্ত্রী। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এলাকাবাসীর খবরে পুলিশ জানতে পারে যে, সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জামতলি শেরপুর সড়কের দুর্গাপুর এলাকায় একটি ব্যাটারি চালিত অটো রিক্সা বনকুড়ইল থেকে দুর্গাপুর ব্রিজের পাশে রাস্তায় উঠছিল। এমন সময় সিংড়া থেকে শেরপুরগামী একটি ট্রাক  যাত্রীবাহী অটো রিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক রাব্বি, যাত্রী ইমরান এবং হোসনেয়ারা নিহত হন। অপর এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ সময় জনতা ট্রাকটি জব্দ করে এর চালক এবং হেলপার ধরে কে পুলিশে সোপর্দ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মিম তাবাসসুম প্রভা তাৎক্ষণিকভাবে নিহতদের সত কাজের জন্য প্রত্যেক পরিবারে আট হাজার করে টাকা প্রদান করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত