শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
রামগতিতে ডাকাতির ঘটনায় জলদস্যু গ্রেপ্তার
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৪:৪৪ PM আপডেট: ১১.০৩.২০২৪ ৪:৫৬ PM
লক্ষ্মীপুরে মেঘনা নদীতে পৃথক দুটি ডাকাতির ঘটনায় জলদস্যু মঞ্জুরুল আলম মঞ্জুকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। 

সে ডাকাতি, অপহরণ ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামি। মঞ্জু ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোনাডুগি গ্রামের নুর ইসলাম বেপারীর ছেলে। 

সোমবার (১১ মার্চ) দুপুরে রামগতি উপজেলার বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রোববার (১০ মার্চ) রাতে ঢাকার গাবতলি এলাকা থেকে র‍্যাব-৪ এর সহায়তায় মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ভোলা ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় ২টি ডাকাতি, একটি অপহরণ ও একটি অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আদালতে তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

তিনি আরও জানান, ৬ মার্চ চট্টগ্রামের ডাবলমুরিং থানার মাদারবাড়ী এলাকা থেকে মেঘনা নদীতে পৃথক দুটি ডাকাতি মামলার প্রধান আসামি মো. ফারুককে (৪২) গ্রেপ্তার করা হয়। তার জবানবন্দিতে মঞ্জুর নাম আসে। এতে র‌্যাব-৪ এর সহায়তায় মঞ্জুকেও গ্রেপ্তার করা হয়েছে। 

জানা গেছে, ২০২২ সালের নভেম্বরে কমলনগরের মেঘনা নদীতে জেলেদের নৌকায় ডাকাতির ঘটনা ঘটে। এছাড়া রামগতির আলেকজান্ডার এলাকার মেঘনা নদীতে ডাকাতিকালে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে চার জেলে গুলিবিদ্ধ হয়। ফারুক ও মঞ্জু ওই মামলার আসামি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত