সোমবার ৪ আগস্ট ২০২৫ ২০ শ্রাবণ ১৪৩২
সোমবার ৪ আগস্ট ২০২৫
বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ১২:৪৯ PM আপডেট: ১২.০৩.২০২৪ ১:৩২ PM
"বঙ্গবন্ধুর সোনার দেশ স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ" এই‌ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার ১২ মার্চ সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন । 

অনুষ্ঠানে‌ সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিষ মোমতাজ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার,  ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, খুলনা পাট উন্নয়ন পরিদর্শক মোঃ মুজিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা নিলয় মল্লিক প্রমুখ।

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে ডুমুরিয়া উপজেলার প্রকল্পভূক্ত পাট চাষীদের মাঝে বিনামূল্যে ২ হাজার ১শত পাট চাষীকে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন ।

উপজেলা প্রশাসন, ডুমুরিয়া, খুলনা এবং পাট অধিদপ্তর, ডুমুরিয়া, খুলনা বাস্তবায়নে বঙ্গবন্ধুর সোনার দেশ স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ ” প্রতিপাদ্য নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ” উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ ( ১ম সংশোধিত ) এর উদ্যোগে পাট উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত