বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫ ১০ মাঘ ১৪৩১
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫
শিবালয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে জেলা পুলিশের মতবিনিময়
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ৫:১৯ PM
শিবালয় উপজেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মানিকগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার পাটুরিয়া ঘাটে মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান সভায় প্রধান অতিথি ছিলেন।

এ সময় শিবালয় থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) মারুফা নাজনীন, উপজেলা চেয়ারম্যান ও আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনায়েম মুন্তাকিম রহমান খান অনিক, জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ মিলন কাজী, পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আপেল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, ঘাট সংশ্লিষ্ট সকল পরিবহন শ্রমিক ও পন্যবাহী কোন পরিবহন যেন হয়রানির স্বীকার না হয় । এছাড়া, সকল নিত্য প্রয়োজনীয় পন্য  বহনকারী পরিবহন যে কোন প্রকার চাঁদাবাজীর স্বীকার না হয় সেজন্য হাইওয়ে পুলিশ ও নৌ-পুলিশসহ সকলকে সজাগ থাকার নির্দেশ দেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত