কেশবপুরে ১১০ গ্রাম গাঁজাসহ ২ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ভেরচী পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে ঐ দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯ টার দিকে ভেরচী পুলশ ফাঁড়ির ইনচার্জ এস আই শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে গেীরিঘোনা ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে কাশিমপুর গ্রামের কাদের শেখের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে গাঁজা ব্যবসায়ী ইসমাইল হাওলাদার (২৪) ও আসাদুল গাজীকে (৩২) আটক করে। এসময় তাদের নিকট থেকে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
আটক ইসমাইল খুলনার বটিয়াঘাটা থানার বুনারাবাদ গ্রামের সিরাজুল ইসলাম ও আসাদুল গাজী একই জেলার পাইকগাছা থানার মালথ গ্রামের মৃত মোক্তার আলী গাজীর ছেলে। এই ঘটনায় এস আই শামীম বাদী হয়ে কেশবপুর থানায় মাদকদ্রব্যআইনে মামলা করেছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, আটক ২ গাঁজা ব্যবসায়ীকে বৃহস্পতিবার আদালতে প্রেরন করা হয়েছে।