পবিত্র মাহে রমজানে ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠন।
বৃহস্পতিবার বিকেলে ঐতিহ্যবাহী টঙ্গী বাজারে সোনাভান মার্কেটের সামনে সাশ্রয়ী মূল্যে সাধারণ জনগণের মধ্যে ভোগ্যপণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এই কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) টঙ্গী রাজস্বের তামান্না রহমান যুথি, গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন মোল্লা, ইসমাইল হোসেন, সদস্য জাব্বার বেপারী, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সোনালী আর্কেট মার্কেটের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।
ব্যবসায়ীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক বলেন, আপনাদের এ ধরনের কার্যক্রমে সমাজের অন্যান্য ব্যবসায়ীদের মাঝে প্রভাব পড়বে। আমরা চাই ন্যায্য মূল্যে ক্রেতারা যেন তাদের পণ্য ক্রয় করতে পারে।
তিনি বলেন, ব্যবসায়ীদের সহযোগিতায় জয়দেবপুর, গাজীপুর হাড়িনাল এবং টঙ্গী বাজারে আমরা এ ধরনের কার্যক্রম শুরু করতে পেরেছি। উপজেলা গুলোতে একটি করে সুলভ মূল্যের দোকান থাকবে। আগামী ঈদ পর্যন্ত ক্রেতারা তাদের পণ্য ক্রয় করতে পারবেন সুলভ মূল্যে।
ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর রমজানের আগে তেল, আটা, ময়দা, সুজি, ছোলা বুট , ডাল, দুধ চিনি সহ বেশ কিছু পণ্য সুলভ মূল্যে বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়। এই কার্যক্রম রমজান মাসব্যাপী চলমান থাকবে। প্রতিদিন ক্রেতারা সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এখান থেকে সহজে পন্য করতে পারবেন।