মানিকগঞ্জে দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে কাউসার হোসেন নামে এস এস সি পরীক্ষার্থী ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জাগির নামক স্থানে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কাউসার হোসেন সাটুরিয়া উপজেলার ফুকরহাটি উনিয়নের জান্না গ্রামের আব্দুর রহমানের পুত্র। সে চলতি শিক্ষাবর্ষে মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার ছিল কৃষি ব্যবহারিক পরীক্ষা। দুর্ঘটনার খবর পেয়ে শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করে।
গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক চালক পালিয়ে গেছে। তবে ঘাতক ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। আইনাগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।