রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
ডোমারে ভোক্তার অভিযানে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪, ৪:৪৭ PM আপডেট: ২৪.০৩.২০২৪ ৪:৫৮ PM
নীলফামারী জেলার ডোমারের বে-সরকারিভাবে স্বাস্থ্য সেবাদানকারী তিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

চিকিৎসক সংকট,প্রতিশ্রুত সেবা যথাযথ ভাবে না দেওয়া,সেবার মূল্যে তালিকা সংরক্ষণ না করায় জেলা সিভিল সার্জন ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন।

রবিাবার(২৪ মার্চ) সকাল ১১টা হতে বিকাল তিনটা পর্যন্ত জেলা সিভিল সার্জন ডা. হাসিবুর রহমানের নেতৃত্বে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সামছুল আলম অভিযান পরিচালনা করেন।

উপজেলা শহরের পদ্মা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, নার্স বিধি মোতাবেক না থাকা ও যন্ত্রপাতি সংকট থাকায় ৫০হাজার জরিমানা করা হয়। বিধি মোতাবেক চিকিৎসক না থাকায় সেবা হাসপাতালকে ৪০হাজার ও ধার্য্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে নেওয়া,প্রশিক্ষিত টেকনিশিয়ান ছাড়া এক্স-রে করাসহ বিধি মোতাবেক চিকিৎসক না থাকায় ডক্টরস্ ক্লিনিক এন্ড নার্সিং হোমকে ৬০হাজার টাকা জরিমানা করা হয়।এসময় ডক্টরস্ ক্লিনিকের মূল্যে পরিশোধ রশিদ বহি জব্দ করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রায়হান বারী, স্বাস্থ্য পরিদর্শক আল আমিন রহমান ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত