শিবালয়ের ঐতিহ্যবাহী আরিচা ঘাটের কাঠ পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা গত রবিবার রাতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় আারিচা বন্দর ব্যবসায়ীরা জানান, গত রোববার রাতে একটি বাড়ী, একটি স’মিল ও ৯টি ফার্নিচারের দোকান আগুন লেগে পুড়ে যায়।
এ ঘটনায় পুড়ে যাওয়া ঘরের মালিক বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহম্মেদ বলেন, রোববার রাত সাড়ে ৩টার দিকে কারেন্টের শর্ট সার্কিট থেকে আগুন ধরে বাজারের ৯টি ফার্ণিচারের দোকানসহ একটি বাড়ী এবং একটি স’মিল আগুনে পুড়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন প্রায় এক ঘন্টার চেষ্টার পরে আগুন নিভাতে সক্ষম হয়।
এ ব্যাপারে শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির সাধারন সম্পাদক দুলাল হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ৯টি ফার্ণিচারের দোকান, একটি বাড়ী ও একটি সমিল পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এ দুর্ঘটনার খবর পেয়ে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধিগন ও নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।