বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৬:১২ PM
চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) বিকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভাটি হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোহা. আদীব আলী।

কমিটির চেয়ারম্যান বলেন, লিগ্যাল এইড হচ্ছে সরকারের অগ্রাধিকার প্রকল্প। এ প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়নে বিচারক ও আইনজীবীদের পাশাপাশি সংশ্লিষ্টদের সমন্বিত প্রয়াসের কোন বিকল্প নেই। এজন্য প্রান্তিক জনগোষ্ঠির আইনী সেবা নিশ্চিত করতে সবাইকে সেবা ও মানবিক মনোবৃত্তি নিয়ে কাজ করতে হবে।

সভায় অংশগ্রহণ করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, অতিরিক্ত জেলা জজ নির্মলেন্দু দাস, যুগ্ন জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবীর, সিনিয়র সহকারী জজ সুমন কুমার কর্মকার, জেলা প্রশাসনের এনডিসি আব্দুল্লা আল মামুন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সোলায়মান বিশু, সাধারণ সম্পাদক অ্যাড. একরামুল হক পিন্টু, পিপি নাজমুল আজম, জিপি মো. রজবুল হক, মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, জেল সুপার মো. শরিফুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোসা. উম্মে কুলসুমসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রুখসানা খানম।

সভায় বক্তারা বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে জেলার হতদরিদ্র মানুষ বিনামূল্যে আইনি সেবা পাচ্ছেন। তাদের আইনগত সহায়তা নিশ্চিত করতে লিগ্যাল এইড কমিটির কার্যক্রম আরো বিস্তৃত করার উপর গুরুত্বারোপ করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত