শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
লালমোহনে গণহত্যা দিবস পালিত
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৬:৫৭ PM
ভোলার লালমোহনে গণহত্যা দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় রাত নেমে আসে। আন্দোলনরত বাঙালিদের কণ্ঠ চিরতরে বন্ধ করে দেয়ার জন্য ওই রাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে নিরীহ ঘুমন্ত বাঙালির উপর অপারেশন সার্চলাইট বাস্তবায়ন করে। অপারেশন সার্চলাইট ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম গণহত্যা। সেই থেকে আমরা ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, এলজিইডি প্রকৌশলী রাজিব সাহা, পল্লী উন্নয়ন কর্মকর্তা রিমা আক্তার, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ এনায়েত হোসনেসহ আরও অনেক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত