বগুড়ায় আমেনা কাবিল ফাউন্ডেশনের বৃত্তি প্রকল্পের আওতায় ৯২ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়েছে।
আমেনা কাবিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ হজরত আলী।
বিশেষ অতিথি ছিলেন, বড় মসজিদের পেশ ইমাম, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতীব ও আমেনা কাবিল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুফতী আব্দুল কাদের, আলহাজ মাওলানা গোলাম আজম, উপাধ্যক্ষ মোঃ হারুনুর রশীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হাফেজ আবদুল মান্নান, অধ্যক্ষ কামাল পাশা, মাওলানা শাহ জালাল, মাওলানা জাকারিয়া হোসাইন, মাওলানা জোনায়েদ আহমাদ, মাওলানা এনামুল হক ও মাওলানা সামিউল ইসলাম প্রমুখ।