মানিকগঞ্জ পৌর এলাকায় 'লতিফ বিশ্বাস' নামে একটি নতুন সড়ক উদ্ধোধন করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) বিকেলে নতুন এই সড়কটি উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ রমজান আলী শহরের গালর্স স্কুল সড়ক থেকে পৌর এলাকার রমজান আলী সড়ক পর্যন্ত আঃ লতিফ বিশ্বাস সড়ক বিস্তৃত থাকবে।
এসময় মানিকগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শায়েখ শিবলী, কাউন্সিলর কবির হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিল রাজিয়া সুলতান, আঃ লতিফ বিশ্বাসের বড় ছেলে আব্দুল সালাম বিশ্বাস, ক্লিন সিটির চেয়ারম্যান হাসেম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
আঃ লতিফ বিশ্বাসের বড় ছেলে আব্দুল সালাম বিশ্বাস বলেন, আমার বাবা মৃত্যুর আগে যা বলে গিয়েছে আমি তাই করেছি। তার কথা রেখেছি। আমাদের পরিবারের কেউ মানিকগঞ্জে থাকে না। এই এলাকার মানুষদের সুবিধার্থে আমাদের যেটুকু সম্পদ ছিল তা জনগণের ব্যবহারের জন্য দিয়ে গেলাম।
পৌর বাসিন্দা ফজলুর রহমান ইশার আলী বলেন, এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। আ: লতিফ বিশ্বাস সড়ক উদ্বোধন করায় জনমনে আশার সঞ্চার জাগ্রত হয়েছে। জনগণের কল্যাণে আমি এবং আমার ছোট ভাই আঃ লতিফ বিশ্বাস সড়ক নাম করণে পৌরসভাকে লিখে দিয়েছি। আঃ লতিফ বিশ্বাস সড়ক পৌরসভার ৬নং ওয়ার্ডে মাইলফলক হয়ে থাকবে।
পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিল শায়েখ শিবলী বলেন, আজ যার নামে সড়কটি উদ্বোধন করা হলো তিনি ছিলেন মানিকগঞ্জের কিংবদন্তি ব্যক্তিত্ব। সুনামধন্য ব্যক্তি এই ব্যক্তির নামটি মানিকগঞ্জ বাসির মন থেকে থেকে মুছে যাওয়ার ফেলার উপক্রম হয়ে ছিলো। সড়কটি উদ্বোধন হওয়ায় ৬নং ওয়ার্ডের সকল জনগণের খুব উপকার হলো।
মেয়র মো. রমজান আলী বলেন, এই শহরের যানযট নিরসনে নতুন এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। ৬নং ওয়ার্ডের জনগণের সুবিধার্থে এই নতুন সড়কটি উদ্বোধন করা হলো। যা পৌরবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটার পাশাপাশি 'লতিফ বিশ্বাস ' নামটি স্মরণীয় হয়ে থাকলো।