নীলফামারী ডিমলা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় ডিমলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল শেষে আলোচনা সভা হয়।
ইফতার মাহফিল অনুষ্ঠানে ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হোসেন।
অন্যান্যদের মধ্যে ছিলেন দৈনিক সংবাদের ময়েন কবীর, দাবানলের ইউনুছ মোল্লা, দৈনিক বাংলার মহিনুল ইসলাম সুজন, দৈনিক নওরেজর প্রদীপ অধিকারী, আমার সংবাদের মোঃ আবু তালেব, খোলা কাগজের আশিক-উল ইসলাম লেমন, দৈনিক বাংলাদেশ বুলেটিনের বাসুদেব রায়, দেশের আলোর মোস্তাফিজুর রহমান, রংপুর সংবাদের শামীম ইসলাম সহ বিভিন্ন পত্র-পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।