রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
সাভারে তেলের লরি উল্টে ৫ গাড়িতে আগুন, নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১০:২৪ AM
ঢাকার সাভারের হেমায়েতপুরে তেলের ট্যাংকার উল্টে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে। এ সময় একজনের মৃত্যু ও সাতজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) ভোর ৫টা ৩৮ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সাভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

মৃত ওই ব্যক্তির নাম নজরুল ইসলাম (৪৫)। তার বাড়ি যশোরের চৌগাছায়। তিনি সিমেন্টের ট্রাকের লোড আনলোডের কাজ করতেন। দগ্ধদের মধ্যে ৫ জনের নাম জানা গেছে; তারা হলেন- আ. সালাম (৩৫), মিলন মোল্লা (২০), আল আমিন (৩০), নিরাঞ্জন (৪৫), মিম (১০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় তেলবাহী ট্যাংকারটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে রাস্তায় থাকা ৩টি ট্রাক ও একটি প্রাইভেটকারে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন অন্তত সাতজন। 

স্থানীয়রা জানান, ভোর ৫টা ৩৮ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় তেলের ট্যাংকার উল্টে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকারে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সাভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে একজনের মৃত্যু ও সাতজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে  রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।  সাভার ফায়ার সাভিসের ডিউটি অফিসার আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই পাঁচ গাড়ির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত