রাজধানীর ডেমরার ধার্মিক পাড়ায় একটি গ্যারেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
সংস্থাটির মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডেমরার ধার্মিকপাড়ার কোনাপাড়া এলাকায় বাসে আগুনের খবর পেয়ে রাত ৮টা ৫৯ মিনিটে ফায়ার সার্ভিস রওনা হয়। ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে এবং সিদ্দিকবাজার থেকে আরও ৪টি ইউনিট গিয়ে তাদের সঙ্গে যোগ দিয়েছে।
এর আগে, গত ২৪ মার্চ রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বস্তির শত শত ঘর পুড়ে যায়।