বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন গুরুদাসপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান মো. আব্দুর রশীদ। পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মো. রওশন আলী, সাংবাদিক আলী আক্কাছ ও মো. মসলেম উদ্দিন।
অনুষ্ঠানে কৃষক সমবায় সমিতির রাজস্ব (আয়) বাজেট ঘোষনা করা হয় ১৪ লাখ ৪০ হাজার ৭০০ টাকা ও মহিলা সমিতির রাজস্ব বাজেট (আয়) ২০ লাখ ৫৬ হাজার টাকা। এতে ব্যায় ধরা হয়- কেসিসি ২১ লাখ ৪০ হাজার ২০০ টাকা ও মহিলা সমিতির (ঋণসহ) ৩৮ লাখ ৬২ হাজার টাকা।