রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
টঙ্গীতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সংবাদ সম্মেলন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৫:০৩ PM
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সকল শিল্প কারখানার মালিক পক্ষের সাথে বেতন ভাতা পরিশোধের বিষয়ে মত বিনিময় সভা করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।

সভায় ঈদুল ফিতরের ছুটির আগে সকল দেনা পাওনা পরিশোধের বিষয়ে সম্মত হন শিল্প মালিক পক্ষ। বৃহস্পতিবার সকালে টঙ্গী পশ্চিম থানা এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন  ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আজাদ মিয়া।

এ সময় তিনি বলেন, সকল গার্মেন্টস মালিকপক্ষের সাথে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর হেড অফিস থেকে সাক্ষাৎ করে তাদেরকে বলা হয়েছে যাতে করে ঈদুল ফিতরের আগেই শ্রমিকদের সকল প্রকার বেতন ভাতা সহ সবকিছু পরিশোধ করা হয়। যাতে করে শ্রমজীবী ভাই বোনেরা স্বতঃস্ফূর্তভাবে ঈদুল ফিতর পালন করতে পারে তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা হয়েছে। মালিকপক্ষ সেটি মেনে নিয়েছে। 

এ সময় গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ২ এর পুলিশ সুপার সারোয়ার আলম, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ২ এর অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত