সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
গঙ্গাচড়ায় দ্রুত এগিয়ে চলছে আশ্রয়ণ প্রকল্পের কাজ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৫:০৯ PM আপডেট: ০৪.০৪.২০২৪ ৫:১৪ PM
রংপুরের গঙ্গাচড়ায় ভূমি ও গৃহহীনদের জন্য ৪র্থ ধাপে মুজিব বর্ষের ঘর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

'মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা' প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিত করতে  গঙ্গাচড়ার মর্নেয়া ইউনিয়নের ভাঙ্গাগড়া এলাকায় গৃহ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে আশ্রয়ণ-২ প্রকল্পের  এর নির্মাণ কাজ। 

উপজেলা নিবার্হী কর্মকর্তার কর্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের ভাঙ্গাগড়া এলাকায় ২শত ১০ টি ভূমি ও গৃহহীন  পরিবারের জন্য মুজিব শতবর্ষের ঘর নির্মাণ কাজ চলছে । প্রতিটি পরিবারের জন্য ২ শতাংশ জমির উপর ২টি সেমি পাকাঁ ঘর, ১টি রান্না ঘর ও ১টি টয়লেট নির্মাণ করা হচ্ছে। প্রতিটি পরিবারের জন্য ঘর নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৮৪ হাজার টাকা। এতে করে ২শত ১০টি পরিবারের ঘর নির্মাণ করতে মোট ব্যয় হবে ৫ কোটি ৯৬ লাখ ৪০ হাজার টাকা। ঘর গুলোর প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য উপজেলা প্রশাসনের তদারকিতে ব্যস্ততা নির্মাণ কর্মীদের।

সরজমিনে উপজেলার মর্নেয়া ইউনিয়নের ভাঙ্গাগড়া গ্রামে গিয়ে দেখা গেছে প্রবেশদ্বারে লাগানো রয়েছে প্রকল্পের তথ্য সম্বলিত সাইনবোর্ড। উঁচু জমিতে অত্যন্ত মনোরম পরিবেশে বাড়িগুলোর নির্মাণ কাজ চলছে। এরইমধ্যে প্রায় ৮০ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে। 

এলাকাবাসী জানান, প্রকল্পের ঘরগুলো এখন মানসম্মতভাবে নির্মাণ করা হচ্ছে। ঘর তৈরিতে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সব সময়  তদারকি করছেন, যে কারণে নির্মাণ সামগ্রী এবং নির্মাণ কাজ মানসম্মত।  একসাথে অনেকগুলো আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করায় প্রকল্পটির সৌন্দর্য ফুটে উঠে দৃষ্টিনন্দন হয়েছে। ছোট ছোট ঘরগুলোতে উন্নত মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় দীর্ঘস্থায়ী হবে। অসহায় মানুষগুলো তাদের দুঃখ কষ্ট ভুলে গিয়ে রঙিন এ ঘরে বসবাস করবেন।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি স্বপ্ন ছিল দেশের কোন মানুষ না খেয়ে থাকবে না, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায়  উপজেলায় নির্মাণাধীন ঘরের কাজ দ্রুত এগিয়ে চলছে।

গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন,উপজেলা প্রকৌশলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ আমি নিজে সপ্তাহে ২দিন পরিদর্শন করি।এছাড়া ১০ দিন পুর্বে প্রধানমন্ত্রীর আশ্রয়নপ্রকল্প থেকে মনিটরিং অফিসার এসে উক্ত জায়গার নির্মিত ঘরগুলো  পরিদর্শন  করে গেছেন। প্রধানমন্ত্রীর দেওয়া উপ হারের ঘরগুলো খুবই কঠোরভাবে মনিটরিং করা  হয় এবন সচিত্র প্রতিবেদন রাখা হয়।সুন্দরভাবে নির্মাণ কাজ নিয়মিত চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত