মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
কমলগঞ্জে দুই শতাধিক দু:স্থ ও অসহায়ের মাঝে ঈদ উপহার বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৬:১৩ PM আপডেট: ০৬.০৪.২০২৪ ৬:৫৮ PM
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চা বাগান বেষ্টিত প্রত্যন্ত অঞ্চলে দু’শতাধিক দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠে জন দু’শতাধিক দু:স্থ ও অসহায় পরিবারের এসব ঈদ সামগ্রী বিতরণ করেন সিলেট সেনানিবাসের অধীনস্থ ৫০ ফিল্ড রেজিমেন্টের অধিনায়ক লেঃ কর্ণেল রাহাত আহমদ, পিএসসি, জি। উপহারে সেনাসদস্যগণ নিজেদের জন্য বরাদ্দকৃত শুকনা রশদের অংশবিশেষ (চাল, আটা, ডাল, তেল, চিনি, গুড়োদুধ, চিনিগুড়া চাল, লবণ এবং সেমাই)।স্বত:স্ফুযর্তভাবে প্রদান করেছে।

সময়ে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে এই মর্মে উঁজ্জীবিত হয়ে ৫০ ফিল্ড রেজিমেন্ট কমলগঞ্জে বসবাসরত দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদের প্রীতি উপহার হিসেবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদের আগে এসব উপহার সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন এলাকার সাধারণ মানুষ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত