মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
গাজীপুরে রহমতনগর গুচ্ছগ্রামে ঈদ সামগ্রী বিতরণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৫:৫৪ PM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি বলেছেন, আপনারা (হতদরিদ্র, ছিন্নমূল ও ভূমিহীন) যখন ঘর পান, ঘরের সঙ্গে সঙ্গে আপনাদের মালিকানাও পেয়ে যান। সেই সঙ্গে আপনাদেরকে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার বাবার মতোই আপনাদের পাশে থেকে, একটানা ক্ষমতায় থেকে এ উন্নয়নগুলো করে যাচ্ছেন। না হলে কিন্তু এ সব সম্ভব ছিল না। আপনাদের ছেলে-মেয়েরা যাতে ভালো থাকে, তাদের সুন্দর ভবিষ্যৎ তৈরি হয়, সে জন্য প্রধানমন্ত্রী সব ধরনের ব্যবস্থা করে যাচ্ছেন।

শনিবার (০৬ এপ্রিল) দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকার রহমতনগর গুচ্ছ গ্রামে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান আতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে আপনাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার নির্দেশনা দিয়েছেন। আর আপনারা আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনজন। আপনারা আমাদের প্রিয়জন, আমরা যখন খোঁজ-খবর নেই, আপনাদের সুখ-দুঃখের খবর রাখি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা খোঁজ-খবর নেই। পরবর্তীতে তিনি জানতে চান আপনাদের কী অবস্থা, কেমন আছেন আপনারা।

তিনি আরও বলেন, আমরা যারা সংসদ সদস্য আছি, মন্ত্রী পরিষদের সদস্য, এমনকি আওয়ামীলীগের নেতা-কর্মী যারা কাজ করছেন, তাদের সবাইকে এ ধরনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। হতদরিদ্র মানুষ কেমন আছে, তাঁরা কেমন করে ঈদ করছে, সেগুলোর খোঁজ-খবর নিতে বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল হাসান জিকুসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত