ফেনীর সোনাগাজী মতিগঞ্জ ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১ হাজার অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
রবিবার (৭ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা আ'লীগের সহ সভাপতি ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউজ্জামান বাবু।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব সুবল চন্দ্র চন্দ।
উপজেলা আ'লীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ রবিউজ্জামান বাবু বলেন, প্রতি বছরের ন্যায় ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষদের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চাল বিতরণ করা হয়। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফেনী-২ আসনের মাননীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয়ের জন্য দোয়া চেয়েছেন।