নেত্রকোনার কেন্দুয়ায় যুবদল নেতা নূরে আলম জেসিকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ। কেন্দুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)মো.রোকন উদ্দিন গতকাল রবিবার রাত সাড়ে নয়টার দিকে থানার সামনে থেকে নুরে আলম জেসিকে গ্রেফতার করেন।
স্থানীয় পুলিশ সূত্রের জানা যায়, নূরে আলম জেসির একাধিক নাশকতা মামলার আসামী। সে পৌর যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক। গতরাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে নাশকতা মামলায় আসামি হিসেবে নেত্রকোনা বিজ্ঞ আদালতে চালান দেওয়া হয়েছে ।
কেন্দুয়া থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনামুল হক পিপিএম যুবদল নেতা নুরে আলম জেসির গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তার নামে কেন্দুয়া থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। আজ সোমবার তাকে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
তার আটকের খবর শুনে নুরে আলমের শুভাকাঙ্খি অনেক কর্মী সমর্থক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও থানায় ভিড় জমায়।
নুরে আলমের এক সমর্থক জানান, তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।
তিনি আসন্ন কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রাথী হয়ে গনসংযেগ করছেন। সোমবার তার বন্ধু মহলের লোকজন ও কর্মী সমর্থকদের নিয়ে একসাথে ইফতার মাহফিলে বসার জন্য দাওয়াত দিচ্ছিলেন। এসময় থানার সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। নুরে আলম জেসি গ্রেফতারের ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার বলে তারা মনে করেন।
উল্লেখ্য কেন্দুয়ার সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রচার ও গনসংযেগ করছেন।