রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৫:৩৭ PM
চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট ইংলিশ স্কুল প্রাঙ্গনে ২০০ জন নারী-পুরুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব উল ইসলাম উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার জেলায় ২ হাজার ৩০০ জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এরপর সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক। এছাড়াও দুপুর ১২ টায় একই স্থানে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত