বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
দাকোপে কৃষক মাঠ দিবস
দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৫:১৭ PM
খুলনার দাকোপে লবণ সহনশীল বোরো ধান ব্রি ৬৭ ও ৯৯ জাতের প্রদর্শনীর একটি নমুনা ফসল কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

উপকূলীয় এলাকায় পানি সম্পদ ও মাটির লবণাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ এসিআইএআর ও কেজিএফ কোস্টাল প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট (ব্রি) সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ গাজীপুর এ মাঠ দিবসের আয়োজন করেন। 

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় খোনা জাইকা ব্রীজ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. প্রিয় লাল চন্দ্র পালের সভাপতিত্বে এ মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন সিনিয়র সাইন্টিফিক কর্মকর্তা মোছাঃ সেতারা ইয়াছমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, পানখালী ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ শেখ, ইউপি সদস্য রাসেদুল ইসলাম বাবু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কৃষক ইমরান গাজি, মুক্তা বেগম প্রমুখ। এসময় এলাকার প্রায় ১৫০ জন কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন। 

বক্তব্যে প্রধান অতিথি বলেন, আমাদের পরামর্শে এই বছর কৃষকরা প্রায় ২০০ বিঘা জমিতে লবণসহিষ্ণু জাত চাষাবাদ করেন আমরা সময়মত চারা রোপন ও কম লবণাক্ত পানি সংরক্ষণ করে কিভাবে পানি ব্যবস্থাপনা করতে হবে সেই বিষয়ে সার্বক্ষনিক পরামর্শ প্রদান করেছি। এতে ফসল কর্তন করে দেখা যায় বিঘা প্রতি প্রায় ২০ থেকে ২২ মন ধান পাওয়া গেছে। এতে কৃষকরাও খ্বু খুশি হয়েছে। ভবিষ্যতেও এই জাতগুলো কৃষকরা চাষাবাদ করবেন।                                                             
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত