রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
কেন্দুয়ায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৪:৪০ PM
নেত্রকোনার কেন্দুয়ায় ঐত্যিহাসিক মুজিব নগর দিবস পালন উপলক্ষে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ঐত্যিহাসিক মুজিব নগর দিবসের  আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম।

উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফ উদ্দিন ভঞার সঞ্চালনায বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আসাদুল হক ভুঞা, পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান সুমী, কেন্দুয়া থানার ওসি ( তদন্ত) ওমর কাইয়ুম, নেত্রকোনা জেলা আওয়ামী উপদেষ্টা মো.মিজানুর রহমান প্রমূখ। 

বক্তব্য রাখেন, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম জিলানী, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী, সান্দিকোনা ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য পালানাট্যকার রাখাল বিশ্বাস, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমান বাঙ্গালী, সাংবাদিক ও নাট্যকার রাখাল বিশ্বাস, মহিউদ্দিন সরকার এবং বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করেন বেতার ও টিভি শিল্পী দিলবাহার খান।

শেষে বঙ্গবন্ধুসহ সকল মুক্তিকামী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দুয়া মডেল মসজিদ সহকারি ইমাম মওলানা মনিরুল ইসলাম। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত