রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
শেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৪:৪১ PM
শেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১ টায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক  আব্দুল্লাহ আল খায়রুম এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  শেরপুর-১ আসনের  সংসদ সদস্য মোঃ ছানুয়ার হোসেন ছানু, এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য্য, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ এর এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথগ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়। গঠিত হয় স্বাধীন বাংলার অস্থায়ী বিপ্লবী সরকার।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত