দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
১৭ এপ্রিল-২০২৪ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের গুরুত্ব ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ দিনটি বাঙালী জাতির জীবনে একটি অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহম্মেদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়। ১৭ এপ্রিল ১৯৭১ ইতিহাসের এক গুরুত্বপূর্ণদায় শোধ হয়েছিল মুজিবনগর সরকার গঠনের মধ্য দিয়ে। সব ধর্মের, সব বর্ণের মানুষের সম্প্রীতির বন্ধনে যে অসাম্প্রদায়ীক বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, এই দিনে তা সত্যিকার অর্থে বাস্তবে রুপ নেয় সরকার গঠনের মাধ্যমে। বিশ্বমানচিত্রে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদ্বয় ঘটেছিল, ১৯৭১ সালের ১৭ এপ্রিল একটি ঐতিহাসিক ধাপ পেড়িয়েছিল বাংলাদেশ।
উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক সালাউদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাসুম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ্ মোঃ শরিফ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, সিনিয়র জেলা তথ্য অফিসার মোঃ আলমগীর কবির, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থা দিনাজপুরের চেয়ারম্যান সুলতানা বুলবুল, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্লাহ জেমি, জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা প্রমুখ।