'প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় ভান্ডারিয়া বিহারী লালমিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন আরাফাত রানা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ সুদেব সরকার। এসময় আন্যান্যেন মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা আফিসার জহিরুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন,ভেটেরিনারী সার্জন ডা. সোমা সরকার, উপ-পুলিশ পরিদর্শক বাশার হোসেন প্রমূখ ।
মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাড়, গাভি, ছাগল, বিড়াল, হাঁস-মুরগি প্রদর্শনে ২৪ টি স্টল অংশগ্রহন করে। এ সময় ৫টি ক্যাটাগরিতে শ্রেষ্ট খামারীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।