পিরোজপুরের মঠবাড়িয়া শহরের ৫৬ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল ইসলাম এর বিরুদ্ধে অনৈতিক কার্যাকলাপের অভিযোগে মানববন্ধন করেছে অভিভাবক ও এলাকাবাসি।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে অভিযুক্ত প্রধান শিক্ষকের অবিলম্বে অপসারণ দাবি করা হয়।
শেষে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নূর হোসাইন মোল্লা এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, কলেজ শিক্ষক মো. ফারুক হোসেন, অভিভাবক সালমা বেগম, মো শাহজাহান মিয়া প্রমূখ।
এসময় বক্তারা প্রধান শিক্ষক মাইনুল ইসলামের বিরুদ্ধে প্রতারণা করে একাধিক বিবাহ ও বিচ্ছেদসহ নানা নারীঘটিত অনৈতিক কার্যাকলাপের অভিযোগ তুলে অবিলম্বে তার অপসারণ দাবি করেন। তিনি সম্প্রতি নিজ বিদ্যালয়ের এক সহকারি নারী শিক্ষকের সাথে পরকীয়ায় জড়িয়ে তার সাথে তৃতীয়বারের মত বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হয়। তার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে বিদ্যালয়ের ক্লাস বর্জনের ঘোষণা দেন অভিভাবকরা।
তবে এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল আমাকে অপদস্থ করার জন্য বানোয়াট অভিযোগ তুলছে। শরিয়ত মোতাবেক ও আনুষ্ঠানিকভাবে সহকারি শিক্ষিকাকে বিয়ে করেছি এটা নিয়ে বিতর্কের কিছু নেই।
এ ব্যাপারে উপজেলাা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদুর রহমান স্বপন বলেন, বিষয়টি উর্দ্ধতণ কর্মকর্তাদের অবহিত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।