শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
চট্টগ্রামে মুক্ত মঞ্চ এলাকা পরিষ্কার অভিযান
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৫:৫৬ PM
চট্টগ্রাম নগরীর কাজীর দেউরীস্থ আউটার স্টেডিয়ামের উত্তর পশ্চিম কোনে নির্মিত "মুক্ত মঞ্চ" টি গতকাল পর্যন্ত ছিল এক প্রকার আবর্জনার ভাগাড়। প্রতিদিন এই এলাকায় আগত হাজারো দর্শনার্থীদের ফেলে যাওয়া ময়লা ও আবর্জনা নিয়মিত পরিষ্কার না করার ফলে দৃষ্টি নন্দন এই মুক্ত মঞ্চটি পরিণত হয়েছি উন্মুক্ত ডাস্টবিনে।

অথচ এটি নগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত স্টেডিয়াম পাডায় অবস্থিত যা নগরবাসীর কাছে ঘুরে বেড়ানো ও বিনোদনের অন্যতম একটি স্থান ৷ তবে আজ (শুক্রবার) একদল উদ্যোমী তরুণ-তরুণীর ছোঁয়ায় নগরীর মুক্ত মঞ্চটি ফিরে পেয়েছে নিজের রূপ। 

কর্মদক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার ও সামাজিক নেতৃত্ব বিকাশ ভিত্তিক এওয়ার্ড প্রাপ্ত যুব সংগঠন ডিইসি বাংলাদেশ - জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলার লক্ষ্যে চট্টগ্রামে "Keep Your Environment Clean and Liveable" শীর্ষক একটি ক্যাম্পেইন শুরু করেছে। ক্যাম্পেইনটিতে সহযোগিতা করছে ইয়াং বাংলা।

এই উদ্যোগের অংশ হিসাবে, ডিইসি বাংলাদেশের সদস্যরা চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি সংলগ্ন "মুক্ত মঞ্চ" নামক পাবলিক পার্কে একটি পুঙ্খানুপুঙ্খ পরিচ্ছন্নতা পরিচালনা করেন।  যেখানে তারা ১৭ ব্যাগ পলিথিন, প্লাস্টিকস, বোতল ও আবর্জনা সংগ্রহ করে এবং তা নির্ধারিত ডাস্টবিনে ফেলেন। শুধু পরিচ্ছন্নতার কার্যক্রম করেই থেমে থাকেনি সংগঠনের সদস্যরা,  মুক্ত মঞ্চ এলাকায় আগত সর্বস্তরের জনসাধারণ ও দর্শনার্থীদের জন্য একটি সচেতনতামূলক কার্যক্রমও এসময় পরিচালনা করা হয়।।

সংগঠনের অন্যতম সদস্য রবিন, সাজ্জাদ ও রাজদ্বীপ এর নেতৃত্বে এই অভিযানে ডিইসি'র প্রতিষ্ঠাতা সোমেন কানুনগো, পরিচালক সোহান মাসুদ, এহতেশামুল হক সহ অন্যান্য নিবেদিত সদস্যদের সহযোগিতায়, উদ্যোগটি পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতামূলক পদক্ষেপের রূপান্তরমূলক প্রভাব ফেলেছে। সম্প্রতি সময়ে অতিরিক্ত তাপমাত্রায় যেখানে জনজীবন অতিষ্ঠ সেখানে সুস্থ পরিবেশ রক্ষার্থে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। 

ডিইসি'র ফাউন্ডার সোমেন কানুনগো বলেন,"শুধু সুন্দর  বিল্ডিং বা পার্ক করলেই স্মার্ট নগরী হয়ে উঠে না। স্মার্ট নগরীতে গড়ে তুলতে হলে, স্মার্ট যুব সমাজ গড়তে হবে।* যারা পরিবেশ সম্পর্কে সচেতন থাকবে এবং নগরীকে পরিচ্ছন্ন ও শান্ত নগরীতে রুপান্তর করবে। যুব-নেতৃত্বাধীন উদ্যোগের মুখ্য ভূমিকার উপর জোর দিয়েছেন।" তিনি বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ গঠনে সম্মিলিত পদক্ষেপের গুরুত্বের ওপর জোর দেন।

ডিইসি বাংলাদেশ দক্ষতা উন্নয়নের মাধ্যমে বেকারমুক্ত যুব সমাজ গড়ার পাশাপাশি - ভবিষ্যতে একটি সবুজ ও টেকসই বাসযোগ্য পৃথিবী গড়তে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যুবদের সম্পৃক্ত করে পরিবেশগত পরিবর্তনে কাজ করবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত