সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
যুক্তরাজ্য বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পের প্রসার করতে আগ্রহী: সারা কুক
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ৪:৫১ PM আপডেট: ২৭.০৪.২০২৪ ৭:৩০ PM
যুক্তরাজ্যে বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পের শক্তিশালী বাজার তৈরি করা সম্ভব। যদি ঐতিহ্যবাহী এই তামা কাঁসা শিল্পের রপ্তানির সম্ভাবনা থাকে তবে অবশ্যই আমরা এই শিল্পের প্রসার করতে খুব আগ্রহী। কর্তৃপক্ষ এবং ওয়ার্কশপে এ বিষয়টি নিয়ে পরবর্তী সভায় কথা বলবো।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকা জেলার ধামরাইয়ে ঐতিহ্যবাহী তামা কাঁসা শিল্প পরিদর্শনে এসে এসব কথা বলেন বৃটিশ হাই কমিশনার সারা কুক।

ধামরাই মেটাল ক্র্যাফটের শোরুম ঘুরে দেখার পর তিনি আরোও বলেন, আমি ধামরাই এসে খুশি হয়েছি, আমি প্রথম এসেছিলাম দশবছর আগে। তখন আমি কিছু তামা কাঁসার তৈরি হস্তশিল্প নিয়েছিলাম যা আমার খুব ভালো লাগে তাই আমি আবার এসেছি বাংলাদেশে এই ঐতিহ্যবাহী তামা কাঁসার হস্তশিল্প দেখার জন্য।

বৃটিশ হাই কমিশনার সারা কুক একটি পারিবারিক ভ্রমনে ঢাকার ধামরাইয়ে আসেন। তার সাথে ছিলেন তার স্বামী ম্যাককালাম ও বোন দেবোরা কুক। এসময় তারা ধামরাই পৌরসভার মাধব মন্দির পরিদর্শন করেন। 

ধামরাই মেটাল ক্র্যাফটের স্বত্বাধিকারী সুকান্ত বণিক বলেন, মাননীয় বৃটিশ হাই কমিশনার মহোদয় আমার শোরুম পরিদর্শনে আসায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রায় ২০০ বছর ধরে আমার পূর্বপুরুষেরা এ পেশার সাথে জড়িত। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে প্লাস্টিক, লোহা ও স্টিলের তৈরি এসব জিনিসপত্র হওয়ায় কাঁসা-পিতল কেনায় বেশ ভাটা পড়েছে। তিনি বলেন, এসব জিনিসপত্র রপ্তানির ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত বৈদ্য, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম শেখ, ধামরাই মন্দির ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত