সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
নীলফামারীতে নৃত্য উৎসবের উদ্বোধন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ৪:৫৯ PM
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ নৃত্য শিল্পি সংস্থার আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগীতায় ‘নীলফামারীতে তিন দিন ব্যাপী নৃত্য উৎসব  অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার দুপুরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন একুশে পদক প্রাপ্ত শিল্পি ও বাংলাদেশ নৃত্য শিল্পি সংস্থার সভাপতি মিনু হক।

এ সময় বিশিষ্ট নৃত্য শিল্পি ফারজানা বেবি ও অনিক বোষ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার কে এম আরিফুজ্জামান, বাংলাদেশ নৃত্য শিল্পি সংস্থা নীলফামারী জেলা শাখার সভাপতি সুজা উদ্দিন রনি ও সাধারণ সম্পাদক আনিস রহমান বক্তব্য দেন।

শতাধিক শিশু নিয়ে নৃত্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৃত্য শিল্পি সংস্থা নীলফামারী জেলা শাখার সভাপতি সুজা উদ্দিন রনি জানান, তিনদিনের উৎসব কর্মসুচির মধ্যে আলোচনা সভা, উত্তরীয় ও সম্মাননা প্রদান, সেমিনার, নৃত্যানুষ্ঠান, শোভাযাত্রা ও পুরস্কার বিতরণ রয়েছে।

আগামী ২৯এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে তিনদিনের আনুষ্ঠানিকতা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত