রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
মানিকগঞ্জে সালাতুল ইসতিসকার আদায়
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ৬:১২ PM আপডেট: ২৭.০৪.২০২৪ ৬:৩২ PM
রহমতের বৃষ্টির আশায় মানিকগঞ্জের বিভিন্ন স্থানে সালাতুল ইসতিসকার আদায়  করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সারাদেশে চলছে প্রচন্ড তাপদাহ। 

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় জেলা শহরের শহিদ মিরাজ তপন স্টেডিয়ামে বৃষ্টি প্রার্থনায় বিশেষ এই সালাত আদায় করা হয়। 

ইসতিসকার নামাজ শেষে দু'হাত তুলে বৃষ্টির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন মুসল্লিরা। এ সময় স্থানীয় মুসল্লী ও মাদ্রাসা শিক্ষার্থীগন শরিক হন।

মুসল্লি এস এম আলমগীর বলেন,  জলবায়ু পরিবর্তন তথা বনায়ন ধ্বংসের কারণে প্রতিবছর তাপমাত্রা বাড়ছে। এবারের গরম ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে। রোদের প্রখরতায় রাস্তার পিচ গলে যাচ্ছে। কর্মজীবী মানুষ রাস্তায় বের হতে পারছে না। কর্মস্থলেও অসহনীয় পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে পরিত্রান পাওয়ার উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলার নিকট রহমতের বৃষ্টি চেয়ে ইসতিসকার সালাত আদায় করেছি।

মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিস্কার আদায় করা হয়েছে বলে ইমাম-খতিব পরিষদ গণমাধ্যমকে জানিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত