স্কুল-মাদ্রাসা খোলার প্রথম দিনে গতকাল রোববার পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রচন্ড তাপদাহে এক শিক্ষক ও দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
রোববার বেলা ১২টার দিকে উপজেলার নয়াখালী মাটিভাংগা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম প্রচন্ড গরমে সজ্ঞা হারিয়ে ফেলেন এসময় ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মো. রাসেল অসুস্থ’ হয়ে পড়লে তাদের দুজনকেই স্থানীয় চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদিকে ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী মারিয়া (১৪) অসুস্থ’ হয়ে পড়লে তাকে ছুটি দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয়া হয়েছে। প্রচন্ড তাপদাহের কারণে বিদ্যালয়গুলোতে উপস্থিতি ছিল কম। অভিভাবকগণ এ অবস্থায় বেলা ১০ টা- ৪ টার পরিবর্তে সকালে (মর্নিং ক্লাস) পাঠদানের দাবী জানীয়েছেন।
এদিকে সকালে ভান্ডারিয়া সরকারি কলেজ মাঠে, এবং গৌরিপুর ইউনিয়নে (একটি মাঠে) বৃষ্টির জন্য ইস্তিকার নামাজ আদায় করা হয় এতে শত শত মুসুল্লিরা অংশ নেন।