শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
শিবালয়ে চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৫:০২ PM
মানিকগঞ্জের শিবালয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম খানের গাড়িতে ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। 

মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া এলাকাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনগনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সদস্য মো.মজিবুর রহমান, মোহাম্মদ আলী চৌধুরী টুলু, শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক লুৎফর রহমান সেন্টু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাজমুল ইসলাম জনি, উপজেলা মহিলা আ’লীগ নেত্রী রওশন আরা বেগম প্রমুখ। 

বক্তারা বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান তারা। 

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১১টায় প্রার্থী আব্দুর রহিম খান শিবালয়ের শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা শেষে গাড়ি নিয়ে বতুনির দিকে যাওয়ার পথিমধ্যে তার গাড়ি লক্ষ করে ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত