পূর্বের ন্যায় এবারও গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ লাঘবের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সুপেয় পানি সরবরাহ, মেডিকেল সেবাসহ ব্যাতিক্রমী বেশ কয়েকটি কর্মসূচি পালন করেছে।
আজ শুক্রবার (৩ মে) নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয় যেখানে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক, ফ্রি-তে সুপেয় পানি বিতরণ, মোবাইল ও মানিব্যাগ রাখা, জরুরি মেডিকেল সেবা, জয়বাংলা বাইক সার্ভিসসহ আরও বেশিকিছু কার্যক্রম ছিলো।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের 'বি' ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে নজরুল বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিভিন্ন কর্মসূচীর আয়োজন এবং বাস্তবায়ন করে।
এর মধ্যে রয়েছে শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য সুপেয় পানি সরবরাহ, শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, ঘড়িসহ অন্যান্য মূল্যবান সামগ্রী সংরক্ষণ, প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্র স্থাপন, শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে ফ্রি জয় বাংলা বাইক সার্ভিস, শিক্ষার্থীদের কলম উপহার, পাশাপাশি অভিভাবকদের ফলদ বৃক্ষের চারা উপহার এবং হিটস্ট্রোক সংক্রান্ত লিফলেট বিতরণ।

এ সম্পর্কে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আল মাহমুদ কায়েস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই সৃজনশীল ও নান্দনিক কর্মকাণ্ড বাস্তবায়ন করে থাকে। নানাবিধ ইতিবাচক কাজের মাধ্যমে ছাত্রলীগ শিক্ষার্থী ও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ইতোমধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বৃক্ষরোপণ করেছি। এরই ধারাবাহিকতায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ কমাতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি। ইতিবাচক কাজের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে রাঙিয়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য- স্মার্ট ক্যাম্পাস, গ্রীণ ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাস। আগামীর ভর্তি পরীক্ষাতেও আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। সেজন্য সকলের সহযোগিতা কামনা করি।
সাধারণ সম্পাদক রিয়েল সরকার বলেন, যেকোনো সংগ্রাম সংকটে সবার পাশে ছাত্রলীগ সব সময় ছিল, আছে এবং থাকবে। তারই ধারাবাহিকতায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের 'বি' ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে পরীক্ষার্থীদের কলম অভিভাবকদের পানি ও গাছ উপহার দেয়া হয়েছে। এছাড়াও পরীক্ষার্থীদের সাহায্যের জন্য প্রস্তুত রাখা হয়েছে জয় বাংলা বাইক সার্ভিস এবং সহায়তা ও তথ্যকেন্দ্র।