সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৮:২৪ PM
খুলনা মহানগর বিএনপির সভাপতি আ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, আমরা কেউই নিরাপদ নই, খুলনাবাসী নিরাপদ নয়, আমরা আজ নিরাপত্তাহীন। সম্প্রতি খুলনায় ২৭টি হত্যাকান্ড সংগঠিত হয়েছে, অথচ একটি হত্যারও বিচার হয়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটলেও পুলিশের নিস্ক্রিয়তায় আমরা শংকিত। খুলনা শহরে কেএমপি পুলিশ আছে বলে মনে হয়না।

তিনি বলেন, এভাবে একটি প্রশাসন চলতে পারেনা।  যুবদল নেতা মাহবুবুর রহমানকে কারা হত্যা করেছে তা পুলিশের অজানা নয়। কিন্তু এখনও খুনীরা ধরা পড়েনি। আমরা অবিলম্বে খুনীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার দাবি করছি।

আজ বিকাল চারটায় দলীয় কার্যালয় চত্বরে মহানগর বিএনপি আয়োজিত ‘খুলনায় অব্যাহত খুন, সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্যে পরিণত করার প্রতিবাদে’ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসুচিতে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।

গভায় বক্তারা আরো বলেন, খুন, অস্ত্রের মহড়া, চুরি, ডাকাতি ও লুটপাটের মতো ঘটনা খুলনায় নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে ধাওয়া-পাল্টা ধাওয়া, গোলাগুলি ও খুনসহ সন্ত্রাসী ঘটনা। সর্বশেষ দৌলতপুরে সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানসহ গত ১০মাসে মহানগরীতে ২৭টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আর এসকল ঘটনায় শঙ্কিত হয়ে পড়েছে নগরবাসি। তারা বলেন, মহানগরীর আইন-শৃঙ্খলা অবনতির দায়ভার আইন-শৃঙ্খলা রক্ষাকারীরা কোনভাবেই এড়াতে পারেনা।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিএনপি মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত