মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
বাগেরহাটে জাল টাকাসহ আটক ২
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ মে, ২০২৪, ৫:৩৫ PM
বাগেরহাটে অর্ধ লক্ষাধিক টাকা মূল্য মানের জাল টাকার নোট ও দুটি মোবাইলসহ দুই জাল নোট কারবারীকে আটক করা হয়েছে।

শনিবার (৪মে) রাতে বাগেরহাটের কাড়াপাড়ার নোনাডাঙ্গা এলাকার দশগম্বুজ মোড় এলাকা থেকে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ আটক করে।

আটককৃতরা হলো, বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার হামছাপুর এলাকার মাসুম বিল্লাহ ও সাতক্ষীরার শ্যামনগর থানার ঝাপা এলাকার উত্তম গাইন।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ দুই দুই জাল নোট কারবারীকে আটক করে। তাদের কাজ থেকে ৫০০ ও ১০০ টাকা মূল্য মানের মোট ৫২ হাজার ৮শত টাকার জাল নোট ও দুটি মোবাইলসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদেরকে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত