শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
পাকিস্তানে ঘুমন্ত ৭ নাপিতকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৩:৫৫ PM
পাকিস্তানের বেলুচিস্তানের বন্দরনগরীতে আজ বৃহস্পতিবার (৯ মে) অন্তত সাতজন নাপিতকে গুলি করে হত্যা করা হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, ঘুমন্ত অবস্থায় ওই সাতজন নাপিতকে হত্যা করা হয়। 

গোয়াদর পুলিশ স্টেশন হাউস অফিসার (এসএইচও) মহসিন আলি জানান, অজ্ঞাত বন্দুকধারীরা সুরবান্দর এলাকার গোয়াদরের ফিশ হারবারের কাছে একটি আবাসিক কোয়ার্টারে নাপিতদের ওপর অতর্কিত গুলি চালান। এতে অন্তত সাত জন নিহত হয়েছেন এবং একজন আহত হন।  

পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, হতাহতরা ওই অঞ্চলে একটি নাপিতের দোকানে কাজ করতেন এবং পাঞ্জাবের খানেওয়াল এলাকার বাসিন্দা ছিলেন। মহসিন আলি বলেছেন, ইতিমধ্যে নিহত সাতজনের লাশ এবং আহত একজনকে গোয়াদর হাসপাতালে নেওয়া হয়েছে। 

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং তাদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। সম্প্রতি দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা বেশ বেড়েছে। তবে সর্বশেষএ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। 




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত