সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সুমী বিজয়ী
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৬:২৩ PM
নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম নারী চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন সরকার ফারহানা আকতার সুমি। 

বুধবার ৬ষ্ঠ ধাপের প্রথম দফায় উপজেলা পরিষদ নির্বাচনে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ও শান্তিপুর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

৭৫ টি ভোট কেন্দ্রে সকাল থেকে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিএনপি ও জামাত নির্বাচন বর্জন করায় ভোটার উপস্থিতি ছিল তুলনামুলক কম। নির্বাচনে চেয়ারম্যান পদে আটজন,  ভাইস চেয়ারম্যানপদে আটজন ও মহিলা ভাইস চেয়ারম্যানপদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

চেয়ারম্যান পদে আটজন প্রার্থীর মধ্যে নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন যুব মহিলা লীগের কেন্দ্রিয় নেত্রী সরকার ফারহানা আকতার সুমি। নির্বাচনে সরকার ফারহানা আকতার সুমি ৩১ হাজার ৪২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ। তার প্রাপ্তভোট ২৩ হাজার ১৩৪। ডোমারের ইতিহাসে কোন নির্বাচনে এই প্রথম কোন নারী চেয়ারম্যান পদে বিজয় লাভ করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত