সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
কেন্দুয়ায় ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৬:২৯ PM আপডেট: ০৯.০৫.২০২৪ ৬:৩৬ PM
চতুর্থ ধাপে কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৬জন চেয়ারম্যান প্রার্থী,৫জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ৬জন  মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী অন-লাইনে ৯ মে তারিখ মনোনয়ন পত্র দাখিল করেন।

নির্বাচন অফিস সূত্র জানা যায়, আগামী ৫ জুন কেন্দুয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলায় ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলিয়ে ২লাখ ৭২হাজার ৩৩২ জন ভোটার রয়েছেন। তন্মধ্যে পূরুষ ১৩৯৩৯৬, মহিলা ১৩২৮৯৪ এবং হিজরা ৬ জন ভোটার রয়েছে। 

চেয়ারম্যান ৬ প্রার্থী হলেন-

১.উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মো:নুরুল ইসলাম। 

২.উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মোজাফরপুর ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান নুরুল আলম মো: জাহাঙ্গীর চৌধুরী

৩. নেত্রকোনা জেলা পরিষদ সদস্য,সাবেক উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও দুই বারের সাবেক চিরাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালমা আক্তার

৪. উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,উপজেলা  আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক,পাইকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো:হুমায়ুন কবির চৌধুরী

৫. কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক ও দুই বারের নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা এবং 

৬. নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও হিমালয় গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান। 

ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী হলেন-

১. উপজেলার চিরাং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী মামুনুল কবীর খান,

২. উপজেলা উলামা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা  হারুনুর রশিদ তালুকদার

৩.যুবলীগ নেতা মো: ইয়ার খান,

৪. কেন্দুয়া পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোতাসিম বিল্লাহ এবং 

৫. অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো: ইয়াহিয়া খান।

মহিলা ভাইস চেয়াম্যান পদে ৬ জন হলেন - 

১. বর্তমান ভাইস-চেয়াম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষক সেলিনা বেগম

২. সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী 

৩.উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা: মিনাআক্তার
৪. মোছা: ফাতেমা বেগম

৫. যুবমহিলা লীগ নেত্রী সুমি আক্তার এবং 

৬. সৈয়দা স্মৃতি আক্তার শাপলা  মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

কেন্দুয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে  জানা যায়,চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে  মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৯ মে,১২ মে মনোনয়ন পত্র যাচাই বাছাই ,১৩-১৫ মে মনোনয়ন পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল,১৬-১৮ মে আপিল নিষ্পত্তি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে,প্রতীক বরাদ্ধ ২০ মে ও ভোটগ্রহন ৫ জুন ব্যালটের মাধ্যমে সকাল ৮ টা হতে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত