সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
ডিমলায় গণধর্ষণের শিকার স্কুল ছাত্রী, গ্রেপ্তার ২
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ৩:০৮ PM
নীলফামারীর ডিমলায় গণধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণির এক স্কুল ছাত্রী। ঘটনার খবর পেয়ে আদিল শাহারিয়ার ও সাইদুজ্জামান সৈকত নামে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছেন ডিমলা থানা পুলিশ।

ডিমলা থানা সূত্রে জানা যায়, শনিবার (১১ মে) বিকেলে সদর ইউনিয়নের ছদ্মনাম (ললিতা) প্রাইভেট শেষ করে বাড়িতে যাওয়া পথে ধর্ষকরা ললিতাকে রাস্তায় গতিরোধ করে মোটরসাইকেলে তুলে শেখ ফজিলাতুন্নেসা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে পরিত্যাক্ত স্থানে নিয়ে গিয়ে পর্যাক্রমে ধর্ষন করে এবং ভিডিও ধারন করেন।

খবর পেয়ে ডিমলা থানা পুলিশ তাৎক্ষনিক ওই দুই যুবককে গ্রেপ্তার করেন। এবিষয়ে রোববার (১২ মে) ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং-১২, তারিখ ১২ মে-২০২৪।

আরও জানা যায়, ললিতা ডিমলা টেকনিক্যাল (বিএমআই) স্কুলে যাতায়াতের সময় প্রমিত সাহা নিয়মিত উত্যক্ত করত সে সাড়া না দেওয়ায় ওই যুবকসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে তাকে ধর্ষণ করে।

এ ব্যাপারে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়ে এবং ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত