শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
ঈশ্বরদীতে প্রতীক পেয়ে প্রচার যুদ্ধে প্রার্থীরা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ৪:১৬ PM
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। এ ধাপে ঈশ্বরদীসহ ১১২ উপজেলায় ভোট গ্রহণ হবে। 

ঈশ্বরদীতে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ১৩ মে সোমবার এই ধাপের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তারা। সকাল থেকে দুপুর পর্যন্ত পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সদ্য পদত্যাগী সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হকের হাতে আনারস প্রতীক তুলে দেওয়া হয়, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু হাতে মোটরসাইকেল ও জাহাঙ্গীর আলম সিদ্দিকীর হাতে ঘোড়া প্রতীক তুলে দেওয়া হয়। এরপর প্রতীক পান উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। 

ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম খান পেয়েছেন মাইক প্রতীক, মেহেদী হাসান লিখন পেয়েছেন বৈদ্যুতিক বাল্ব প্রতীক, শফিউল আলম বিশ্বাস পেয়েছেন তালা প্রতীক,  ছাইফুল আলম বাবু মন্ডল পেয়েছেন চশমা প্রতীক, মোঃ আরিফুল ইসলাম পেয়েছেন টিউবওয়েল প্রতীক, মোঃ আব্দুর রহমান (মিলন) পেয়েছেন উড়োজাহাজ প্রতীক এবং মোঃ আব্দুল বারী পেয়েছেন টিয়া পাখি প্রতীক। অন্যদিকে  মহিলা ভাইস চেয়ারম্যান পদে আতিয়া ফেরদৌস কাকলী পেয়েছেন কলস প্রতীক  মাহজেবিন শিরিন পিয়া পেয়েছেন ফুটবল প্রতীক, পারভীন আক্তার পেয়েছেন হাঁস প্রতীক এবং সোহানা পারভিন রুনা পেয়েছেন সেলাই মেশিন প্রতীক ।

এদিকে প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন উপজেলার প্রার্থীরা। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগেই সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ থাকে। আগামী ২৭ মে রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। সেই হিসাবে প্রচার-প্রচারণার জন্য এবার ১৫ দিন সময় পাবেন প্রার্থীরা। উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কয়েক দিন ধরে ঈশ্বরদীর ছাপাখানাগুলো কিছুটা ব্যস্ত হয়ে পড়ে। আর সোমবার বেলা ১১টার পরে এই চাপ বহুগুণ বৃদ্ধি পায়। 

বাংলাদেশে ভোটের সৌন্দর্য প্রচারযুদ্ধে। সেই যুদ্ধ শুরু হয়েছে সোমবার। প্রতীক পেয়েই আটঘাট বেঁধে মাঠে নেমে পড়েছেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। স্লোগান, মিছিল-মাইকিংয়ের শব্দে সরগরম হয়ে উঠেছে জনপদ। শহর থেকে প্রত্যন্ত গ্রাম- সব জায়গায় জমজমাট প্রচারণা। এরই মধ্যে প্রার্থী ও প্রতীকের ছবিসহ পোস্টার লাগানো শুরু হয়ে গেছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই প্রচারণার প্রথম স্লোগান দেন প্রার্থীর সমর্থকরা। প্রতীক পাওয়ার পরই প্রার্থীদের সমর্থক নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল করেন। বিকাল থেকেই মাইকে প্রচারণায় সরগরম হয়ে ওঠে নির্বাচনী এলাকাগুলো। অনেক প্রার্থীই দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। জনগণের আস্থা অর্জনে কাজ করছেন নিজ নিজ জায়গা থেকে। নিজেকে যোগ্য প্রার্থী দাবি করে ভোট চাইছেন দ্বারে দ্বারে। তবে কে কতটুকু জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তা জানতে অপেক্ষা করতে হবে  ২৯ মে ভোট গণনার সময় পর্যন্ত। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত