রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
বাগেরহাটে আইডিইবির দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ৬:২০ PM
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় যে উদ্যোগ গ্রহণ করেছে এর বাস্তবায়ন ও পেশাগত সমস্যা সমাধানের দাবিতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স(আইডিইবি) বাগেরহাট জেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইডিইবি বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মতিউর রহমান।

আইডিইবি বাগেরহাট জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সালামের সভাপতিত্বে এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন, আইডিইবি বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ আঃ রহমান, কাউন্সিলর সনৎ কুমার সাহা, আহসানুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক সঞ্চিতা রানী রায়, সদস্য তরিকুল ইসলামসহ বিভিন্ন প্রকৌশলীবৃন্দ। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয় যে উদ্যোগ গ্রহণ করেছে তা নিঃসন্দেহে সময়োপযোগী ও যুগান্তকারী। কিন্তু এ উদ্যোগকে বাধাগ্রস্থ করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে, সেটি অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। এ ধরনের জাতিবিনাশী কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আইডিইবি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য পেশাগত সমস্যাগুলো নিরসন, প্রশাসনে শ্রেণিস্বার্থ দ্বন্দ্ব নিরসন এবং প্রশাসনিক ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদধারীদের প্রবেশ রোধে পেশা পরিবর্তনের সিদ্ধান্ত রাষ্ট্রীয় আইনি কাঠামোর মাধ্যমে বন্ধ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির কোটা ৫০ ভাগে উন্নীতকরণ ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ৪ দফাসহ বিভিন্ন দাবি অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের নিকট দাবি জানানো হয়। এসব দাবি আদায়ের জন্য সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা কমিটি ১২ মে থেকে ২৭ মে পর্যন্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত