নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের রোয়াইলবাড়ি বাজারে উচ্ছেদ অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ দোকানপাট উচ্ছেদ ও দখলকৃত রাস্তা উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩মে) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো.রাজিব হোসেন দুই ঘণ্টার এউচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। এসময় পুলিশ বাহিনীর সদস্যরা তার সঙ্গে ছিলেন।
কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো.রাজিব হোসেন জানান, দীর্ঘদিন ধরে এই বাজারে বিভিন্ন রাস্তার পাশের জমিতে অবৈধভাবে দোকানপাট তুলে ব্যবসা চালিয়ে আসছেন ব্যবসায়ীরা।এতে জনসাধারণের যাতায়াতে ও যানবাহন চলাচলে সমস্যা হয়। এই বাজার পরিষ্কার- পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে মধ্যবাজারে ৫টি দোকান উচ্ছেদসহ ৩.২৫ শতাংশ জায়গা এবং রোয়াইলবাড়ী ঐতিহাসিক দূর্গে যাওয়ার পথে ২০ ফিট হালট উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আমাদের এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
মুটোফোনে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো লুৎফর রহমান সাথে এব্যাপারে কথা হলে তিনি জানান, আমি এখানে ছিলাম না, পরে আমি জানতে পেরেছি যে,বাজারে অবৈধ থাকা দোকানসহ দখলকৃত রাস্তা উদ্ধার করা হয়েছে। এইজন্য কেন্দুয়া উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।