সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
রাউজানে কমিউনিটি পুলিশিং সভা
একাধিক নাশকতা মামলার আসামি জালালকে নিয়ে উদ্বেগ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৬:০৩ PM আপডেট: ১৫.০৫.২০২৪ ৬:০৯ PM
রাউজান হলদিয়া ইউপি কার্যালয়ে কমিউনিটি পুলিশিং সভায় ইউনিয়নের কুখ্যাত কিশোর গ্যাং লিডার, চট্টগ্রামে জামাল খানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর সহ একাধিক নাশকতা ও হত্যাচেষ্টা মামলার আসামি মোঃ জালাল ওরফে গরু জালালকে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রতিনিধিরা৷ কিছু মহল জালাল বাহিনীর নেতা জালালকে জামিনে বের করে হলদিয়া ইউনিয়নসহ রাউজানের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পাঁয়তারা করছেন বলেও সভায় অবহিত করা হয়৷ 

হলদিয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মঙ্গলবার (১৪ মে) সকালে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান থানার ওসি (তদন্ত) সিদ্দিক উর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম বেলাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মনসুর।

উপ-পরিদর্শক আবদুল কাদেরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান তহিদুল আনোয়ার, ইউপি সদস্য সরোয়ার আলম, গিয়াস উদ্দিন, শ্যামল দে, সবুজ বড়ুয়া, মোঃ আলী, শামসুল আলম চৌঃ, ডাক্তার নুরুল আলম, মোঃ ফিরোজ, রোজি আকতার প্রমুখ।

চেয়ারম্যান তার বক্তব্য বলেন, আমার ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তরসর্তা এলাকা মোঃ জালাল নামের একজন দুর্বৃত্ত আছে। সে চট্টগ্রাম শহরের জামাল খানে বঙ্গবন্ধু ম্যুরাল ভাঙ্গার এজাহার ভূক্ত আসামি হয়ে জেলে আছে। তবে তাকে যেকোনো ভাবে জামিন করাতে রাউজানের নামধারী কিছু লোক তৎপরতা চালাচ্ছে। এই জালাল ইউনিয়নে কিশোর গ্যাং এর নেতৃত্ব দেন। এরা জামিনে এসে আবারো যাতে এলাকায় অপকর্ম করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে এই বিষয়ে ওসি সাহেবের কাছে আহবান জানাচ্ছি। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাউজান থানার ওসি (তদন্ত) সিদ্দিক উর রহমান বলেন, আমাদের পুলিশ সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় সর্বদা তৎপর আছে৷ কোন দুষ্কৃতকারী রাউজান এলাকায় অপতৎপরতা চালানোর সুযোগ পাবেনা৷" সেই সাথে গরু চোর, মদ-ইয়াবা বিক্রেতা ও সেবন কারিদেরও রেহাই হবেনা বলে উল্লেখ করেন ওসি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত