শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
মশার কামড়ে অতিষ্ঠ হয়ে ব্যতিক্রমী ‘মশারি মিছিল’
সিলেট ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৩:৫৬ PM
মশার কামড়ে অতিষ্ঠ হয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে প্রতীকি মিছিল অনুষ্ঠিত হয়।

‘মশা নিয়ে ভাবনা আর না আর না, সিলেট সিটি কর্পোরেশনের লোক দেখানো মশার ওষুধ ছিটানো আর দেখতে চাইনা চাইনা’ এই স্লোগানে সিলেটের রাজপথে মশারি মিছিল হয়েছে।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পথসভায় বক্তারা বলেন, মশা নিধনে বাস্তবভিত্তিক সূদুরপ্রসারী কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দিন দিন যেন দুর্ভোগের নগরে পরিণত হচ্ছে সিলেট। কোনো মৌসুমেই নগরবাসী স্বাচ্ছন্দ্যে থাকতে পারছে না। বর্ষাকালে ভুগতে হয় জলাবদ্ধতায়, শুষ্ক মৌসুমে ধূলাবালুর দুর্ভোগ, সেই সঙ্গে বেড়েছে মশার উৎপাত। ঘরে-বাইরে, বাসা কিংবা অফিস-সব জায়গায় মশা। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ।

বক্তারা বলেন, মশক নিধনে কার্যকর পদক্ষেপ না নিলে সিলেট নগর মশার নগরে পরিণত হবে। শীতের শেষে মশার উপদ্রব বাড়বে-সেটা মাথায় রেখে সিলেট সিটি করপোরেশনের আগে থেকেই ব্যবস্থা নেয়া উচিত ছিল। কিন্তু কোথাও তাদের এ ব্যাপারে কোনো তৎপরতা দেখা যায়নি। বাসা-বাড়িতে কয়েল, অ্যারোসল স্প্রে বা ওষুধেও মশা দমন করা যাচ্ছে না।

বিশেষ করে শিক্ষার্থীরা পড়ছে চরম বিপাকে। সন্ধ্যায় ছেলেমেয়েরা পড়তে বসতে পারছে না মশার যন্ত্রণায়। সমাবেশ থেকে আগামী এক মাসের মধ্যে মশা নিধনে মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে কঠিন কর্মসূচী ঘোষণা করা হবে- জানান বক্তারা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত